১৯৮৮ সালের ঘূর্ণিঝড়ও এতটা তাণ্ডব চালায়নি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ২০ মে ২০২০

ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব চলছে উপকূলীয় জেলা সাতক্ষীরায়। বুধবার (২০ মে) সন্ধ্যা ৭টার পর থেকে ঝড়ের গতিবেগ বাড়তে থাকে। এর আগে বিকেল ৪টার দিকে সাতক্ষীরার উপকূলে আঘাত হানে ঘূর্ণিঝড় আম্ফান। বর্তমানে ঝড়ের গতিবেগ চলছে ঘণ্টায় ১১২ কিলোমিটার।

সাতক্ষীরা শহরের আমতলা এলাকার বাসিন্দা অধ্যক্ষ মনিরুজ্জামান বলেন, ১৯৮৮ সালের ঘূর্ণিঝড়ও এতটা তাণ্ডব চালায়নি যতটা চালাচ্ছে ঘূর্ণিঝড় আম্ফান। এমন তাণ্ডব আমি জীবনেও দেখিনি। শহরে বিদ্যুৎ বিচ্ছিন্ন, চারদিক অন্ধকার। প্রচুর ঝড়। ঘরে টিনের ছাউনি সব উড়ে গেছে। কেউই বাইরে বের হতে পারছে না।

উপকূলীয় শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, প্রচুর ঝড়বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে নদীতে জলোচ্ছ্বাস হচ্ছে। নদীর বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকছে। ঝড় থামার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

jagonews24

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হেনা শাকিল বলেন, ইতোমধ্যে ঝড়ের তাণ্ডবে শতাধিক মানুষের ঘরবাড়ি উড়ে গেছে। টিনের ছাউনির ঘরবাড়ির একটির অস্তিত্ব নেই।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী বলেন, বর্তমানে সাতক্ষীরা শহরে ঝড়ের গতিবেগ চলছে ঘণ্টায় ১১২ কিলোমিটার। এটি আরও বাড়বে। এখনও এক ঘণ্টা এভাবে চলবে। সর্বোচ্চ ১৮০-২০০ কিলোমিটার গতিবেগে আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।