মৌলভীবাজারে সাড়ে ৩ হাজার মানুষ পেলেন শাড়ি-লুঙ্গি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:২৯ এএম, ২২ মে ২০২০

মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নে সাড়ে ৩ হাজার মানুষের মধ্যে শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে এই শাড়ি-লুঙ্গি বিতরণ করা হয় বলে জানিয়েছেন আয়োজকরা।

অলিলা গ্রুপ, অগ্রণী ব্যাংক লিমিটেড এবং কামারচাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে এসব শাড়ি-লুঙ্গি সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, রাজনগর উপজেলার চেয়ারম্যন শাহাজান খান, অলিলা গ্রুপের ম্যানেজিং ডাইরেক্টর জিল্লুর রহমান, পরিচালক জিয়াউর রহমান, অগ্রণী ব্যাংকের এজিএম আব্দুল লতিফ, কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গাফফার মায়া, এনসিসি ব্যাংকের বড়লেখা শাখার ম্যানেজার অজয় দত্ত, তারাপাশা স্কুল ও কলেজের অধ্যক্ষ আব্দুল রহিম খান, রাজনগরের ওসি আব্দুল হাসিম ও আব্দুল বারীসহ প্রমুখ।

আয়োজকরা জানান, করোনা সংকটের শুরু থেকেই তারা বিভিন্নভাবে কামারচাক ইউনিয়নের সাধারণ মানুষের পাশে ছিলেন। তাই ঈদকে সামনে রেখে তাদেরকে নতুন কাপড় দেয়া হয়েছে।

অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহমান বলেন, করোনার এই সংকটে সাধারণের জন্য খাদ্য সহয়তা হিসেবে আমরা মৌলভীবাজারের রাজনগরের কামারচাক ইউনিয়নসহ মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় ও বাংলাদেশের বিভিন্ন এলাকায় প্রায় দশ হাজার পরিবারের মাঝে প্রয়োজনীয় খাদ্য ও মাস্ক বিতরণ করেছি। এছাড়া স্বাস্থ্যকর্মীদের জন্য মোট ৩ হাজার ৪শ পিপিই আমরা দিয়েছি। সাধারণ মানুষের জন্য আমাদের সাধ্যমতো সহযোগিতা অব্যাহত থাকবে।

রিপন দে/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।