শরীয়তপুর থেকে পালিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্ত যুবক
শরীয়তপুর থেকে সাতক্ষীরায় পালিয়ে এসেছেন করোনা আক্রান্ত এক যুবক। শুক্রবার সকালে ওই যুবককে কোয়ারেন্টাইন করেছে পুলিশ। লকডাউন করা হয়েছে আশপাশের ঘরবাড়ি।
আক্রান্ত ওই যুবক (২৪) আশাশুনি উপজেলার কোদান্ডা গ্রামের বাসিন্দা।
আশাশুনি থানা পুলিশের ওসি মাহফুজুর রহমান জানান, শরীয়তপুরে ধান কাটতে যান ওই যুবক। সেখান তার শরীরে করোনা শনাক্ত হওয়ার পর কোয়ারেন্টাইন করা হয়। বৃহস্পতিবার তিনি কোয়ারেন্টাইন থেকে পালিয়ে আসেন। ঘটনাটি সেখানকার থানা পুলিশ আমাদের অবহিত করার পর আমরা নজরদারিতে রেখেছিলাম।
তিনি বলেন, শুক্রবার সকালে বাড়িতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তাকে নিজ বাড়িতে কোয়ারেন্টাইন করা হয়েছে।
সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান বলেন, করোনা আক্রান্ত ওই যুবকের বাড়ি ও আশপাশের ঘরবাড়ি লকডাউন করা হয়েছে। পালিয়ে আসার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।
আকরামুল ইসলাম/এফএ/এমএস