জ্বর-শ্বাসকষ্টে মেহেরপুরে ফেরিওয়ালার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২৩ মে ২০২০
প্রতীকী ছবি

মেহেরপুরে করোনার উপসর্গ নিয়ে পলাশ (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বেশ কিছুদিন ধরে তিনি জ্বর, শ্বাসকষ্ট ও অ্যাজমা রোগে ভুগছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোখলেছুর রহমান।

এলাকাবাসী জানান, বৃদ্ধ পলাশ হাড়ি-পাতিল ফেরি করে জেলার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তার বাড়ি গাংনী উপজেলার সাহারবাটি গ্রামে।

মেহেরপুর জেনারেল হাসপাতালের আরএমও ডা. মোখলেছুর রহমান জানান, দুপুর ১২টার সময় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই বৃদ্ধ হাসপাতালে ভর্তি হন। ভর্তির ১০-১৫ মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। তার শ্বাসকষ্ট ও জ্বর ছিল। এ জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর বোঝা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।

আসিফ ইকবাল/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।