রাতে করোনা শনাক্ত, সকালে কাউন্সিলরের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:৫২ পিএম, ২৬ মে ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ করোনায়ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার (২৬ মে) সকালে নিজ বাসায় তার মৃত্যু হয়। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাউন্সিলর আহাদের ছেলে আজাদ বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে আমার বাবা করোনায় আক্রান্ত হয়েছিলেন। দিনরাত কর্মহীন-দরিদ্র মানুষের বাসায় গিয়ে গিয়ে তালিকা করেছেন। খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। নিজের কথা চিন্তা করেননি। আজ তিনি মৃত্যু করেছেন।

আজাদ জানান, তার বাবা গত ১২ দিন ধরে জ্বরে ভুগছিলেন। শ্বাস নিতে কষ্ট হতো। তিনদিন আগে করোনা টেস্টের জন্য নমুনা দেয়া হয়। সোমবার (২৫ মে) রাতে পজিটিভ রিপোর্ট আসে।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তওহীদ আহমদ জানান, গত রাতে ঢাকা থেকে মৌলভীবাজারে ৮ জন আক্রান্ত বলে জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে কাউন্সিলর আব্দুল আহাদও ছিলেন। আজ সকালে তার মৃত্যু হয়েছে।

রিপন দে/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।