দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মিলল অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৬:১৬ পিএম, ২৮ মে ২০২০

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দি বাজার পাড়ায় সুন্দরী খাতুন (৪০) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সুন্দরী খাতুনের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরী খাতুন বামুন্দি গ্রামের রুস্তম আলীর স্ত্রী। তবে স্বামী রুস্তুম আলী পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সকালে রুস্তমের বাড়ি থেকে পচা দুর্গন্ধ বের হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দুর্গন্ধ বাড়তে থাকে। স্থানীয়রা রুস্তমের বাড়িতে গিয়ে ঘরের দরজা তালাবদ্ধ দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে গাংনী থানার ওসি মো. ওবাইদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ওই নারীর লাশ ঘরের ভেতর মেঝেতে পড়েছিল। এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। বিস্তারিত পরে জানানো হবে।

আসিফ ইকবাল/এফএ/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।