ঢাকা থেকে মেহেরপুর গিয়ে করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৫:০৩ পিএম, ২৯ মে ২০২০
প্রতীকী ছবি

মেহেরপুর সদর উপজেলার আলমপুর নোনারপাড়া এলাকার এক ব্যক্তি (৪২) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নমুনা পরীক্ষার পর শুক্রবার (২৯ মে) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বিষয়টি নিশ্চিত করে মেহেরপুরের সিভিল সার্জন নাসির উদ্দীন বলেন, নতুন করে আক্রান্ত ব্যক্তি ঢাকা থেকে বেশ কয়েকদিন আগে বাড়ি ফিরলে হোম কোয়ারেন্টাইনে রেখে নমুনা সংগ্রহ করা হয়। তার শারীরিক অবস্থা ভালো। তাকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তার ও আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে।

আক্রান্ত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি ঢাকায় মিস্ত্রির কাজ করতেন। ঢাকা থেকে বাড়ি ফিরে ঘরে অবস্থান করছিলেন। তার শরীরে করোনাভাইরাসের উপসর্গ ছিল না। এখনও তার শারীরিক অবস্থা স্বাভাবিক।

এ নিয়ে মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৪ জনে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে আর সুস্থ হয়েছেন পাঁচজন। আক্রান্ত ব্যক্তিরা হোম আইসোলেশনে রয়েছেন।

আসিফ ইকবাল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।