সাতক্ষীরায় করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত
সাতক্ষীরায় আরও তিনজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার রাত ৮টায় সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়। নতুন করে করোনা আক্রান্তরা সাতক্ষীরা সদর, তালা ও শ্যামনগর উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরার সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, শনিবার সন্ধ্যার পর খুলনার ল্যাব থেকে জানানো হয়েছে নমুনা পরীক্ষায় সাতক্ষীরায় আরও তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তারা সাতক্ষীরা সদরের পলাশপোল, তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন ও শ্যামনগর উপজেলার উত্তর আটুলিয়া এলাকার বাসিন্দা। আক্রান্ত তিনজনই পুরুষ।
সাতক্ষীরার সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত বলেন, নতুন আক্রান্ত তিনজনের ব্যাপারে এখনও বিস্তারিত জানা যায়নি। খোঁজখবর নেয়া হচ্ছে। তাদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউন করা হবে।
নতুন আক্রান্ত তিনজন নিয়ে সাতক্ষীরায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৩ জনে। শনিবার সকাল ৬টা ও শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেলে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া দুইজনের রিপোর্ট এখনও হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সকাল ৮টায় কালিগঞ্জ উপজেলার মারা গেছে আরও একজন। তিনি খুলনা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।
আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ