মেহেরপুরে এক পরিবারের সবাই করোনায় আক্রান্ত
মেহেরপুরে নতুন করে সাতজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (৩০ মে) বিকেল ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন। আক্রান্তদের মধ্যে তিনজন নারী ও চারজন পুরুষ।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. নাসির উদ্দীন বলেন, শুক্রবার করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া লিটু মিয়ার করোনা পজিটিভ এসেছে। একই সঙ্গে লিটুর স্ত্রী জোনাকি খাতুন, দুই ছেলে জনি, রাজিব ও পুত্রবধূ স্ত্রী জিনিয়া খাতুন করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি ডিবি পুলিশের এক কনস্টেবল ও পৌর এলাকার তাঁতিপাড়ার ঢাকাফেরত এক নারীর করোনা পজিটিভ এসেছে। আক্রান্তদের বাড়ি লকডাউন করা হয়েছে।
এ পর্যন্ত মেহেরপুরে ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে পাঁচজন সুস্থ হয়েছেন। দুইজন মারা গেছেন। বাকি ১৮ জন নিজ নিজ বাড়িতে হোম আইসোলেশনে আছেন।
আসিফ ইকবাল/এএম/এমকেএইচ