রাজশাহীতে কোটি টাকার হেরোইনসহ যুবক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:০৮ এএম, ৩১ মে ২০২০

রাজশাহী নগরীতে এক কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইনসহ মো. রবিন (১৯) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন।

শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর শাহমখদুম থানার বাঁশের আড্ডা এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতার রবিন নগরীর চন্দ্রিমা থানার হাজরাপুকুর বিহারী কলোনী এলাকার কামরুল ইসলামের ছেলে। এ নিয়ে রাতেই শাহমখদুম থানায় মামলা দায়ের হয়েছে।

র‌্যাবের কোম্পানি অধিনায়ক ও অতিরিক্ত পুলিশ সুপার এটিএম. মাইনুল ইসলাম গণমাধ্যমকে জানান, গোপন সংবাদ পেয়ে সন্ধ্যায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল ওই অভিযান চালায়।

ওই সময় ব্যাটারিচালিত রিকশাসহ ওই যুবককে গ্রেফতার করে র‌্যাব। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে কোটি টাকা মূল্যের এক কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে। জব্দ করা হয় রিকশাটি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেন ওই যুবক। পরে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেয়া হয়।

ফেরদৌস/এমএএস/এসআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।