জাজিরা উপজেলা ভাইস চেয়ারম্যান করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০১:৪৬ পিএম, ০১ জুন ২০২০

শরীয়তপুরের জাজিরা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার আকন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার সংস্পর্শে যারা এসেছেন তাদের চিহ্নিত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান।

তিনি জানান, গত ২৭ মে আব্দুল জব্বার আকন অসুস্থ হয়ে পড়লে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আসেন। তার ঠান্ডা, জ্বর ও ডায়াবেটিস ছিল। সন্দেহ হলে তার করোনা নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। রোববার তার নমুনা পরীক্ষার ফলাফল রিপোর্ট পজিটিভ আসে। তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন।

এদিকে ২৪ ঘণ্টায় জাজিরা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানসহ জেলায় চারজনের করোনা পজিটিভ এসেছে। এর মধ্যে জাজিরা পৌরসভায় দুইজন, সেনেরচর ইউনিয়নে একজন ও ভেদরগঞ্জ উপজেলা মহিষার ইউনিয়নের একজন। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন আটজন।

রোববার (৩১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ের জেলা করোনা কন্ট্রোল রুমের সমন্বয়ক ডা. আবদুর রশিদ।

তিনি বলেন, জেলায় করোনা আক্রান্ত ১২৫ জনের মধ্যে ৫৪ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন। জেলায় মোট দুই হাজার ৭৪০ জনের নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে দুই হাজার ৪৯২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পেয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। শরীয়তপুর সদর হাসপাতালে আইসোলেশনে রয়েছেন দুইজন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় তিনজনের মৃত্যু হয়েছে।

আক্রান্ত নতুন চারজনের সংস্পর্শে আসা অন্যদের নমুনা সংগ্রহ করা হবে। করোনার বিস্তার ঠেকাতে সাধারণ মানুষকে সচেতন হওয়ার ও সামাজিক দূরত্ব মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মো. ছগির হোসেন/বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।