করোনাভাইরাসে বিএনপি নেতার মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ০৩ জুন ২০২০

 

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার খলিলুর রহমান তোতা (৫৭) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

সোমবার (০১ জুন) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নমুনা পরীক্ষার পর গত ২৭ মে তার করোনা পজিটিভ আসে। এরপর থেকে তিনি ঢাকার নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন।

সোমবার সকালে তিনি স্ট্রোক করলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইঞ্জিনিয়ার খলিলুর রহমান উপজেলার বহুরিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সোহরাব হোসেনের ছেলে। মৃত্যুকালে স্ত্রী ও তিন ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

বিএনপির রাজনীতির পাশাপাশি ইঞ্জিনিয়ার খলিলুর রহমান একাধিক সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ঢাকাস্থ টাঙ্গাইল জেলা যুব সমিতি প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং ঢাকাস্থ মির্জাপুর উপজেলা কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

বর্তমানে তিনি সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন। করোনা আক্রান্ত বিএনপি নেতা ইঞ্জিনিয়ার খলিলুর রহমান তোতার জানাজা ও দাফন ঢাকার স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

ইঞ্জিনিয়ার খলিলুর রহমান তোতার মৃত্যুতে টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান সাঈদ সোহরাব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল ইসলাম জহির ও মির্জাপুর পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা গভীর শোক প্রকাশ করেছেন।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।