স্বামীকে ঘুমে রেখে স্ত্রীর গলায় দড়ি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ০৪ জুন ২০২০
ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন তন্দ্রা ঘোষ নামের এক গৃহবধূ। বৃহস্পতিবার (০৪ জুন) ভোরে আত্মহত্যা করেন তিনি।

গৃহবধূ তন্দ্রা ঘোষ উপজেলার নুরনগর গ্রামের বাবু ঘোষের স্ত্রী ও বাগেরহাট সদর উপজেলার লাউপালা গ্রামের দুলাল দাসের মেয়ে।

গৃহবধূর স্বামী বাবু ঘোষ বলেন, রাতে আমাদের মধ্যে ঝগড়া হয়। তারপর আমরা একসঙ্গে ঘুমাই। ভোর ৫টার দিকে হঠাৎ ঘুম ভাঙলে দেখি স্ত্রী পাশে নেই। পরে বাইরে এসে দেখি বাড়ির উঠানে পেয়ারে গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এরপর চিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা ছুটে আসেন।

তন্দ্রা ঘোষের বড় বোন ইন্দ্রানী বলেন, তন্দ্রা অনেকদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিল। মাঝেমধ্যে আত্মহত্যা করতে চাইতো। সামান্য ঝগড়ায় এমনটা কেন করলো বুঝতে পারছি না।

শ্যামনগর থানা পুলিশের উপপরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলেই ধারণা করছি। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।

আকরামুল ইসলাম/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।