করোনা শনাক্তের কয়েক ঘণ্টা পর মারা গেলেন মুক্তিযোদ্ধা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০১:৩০ পিএম, ০৫ জুন ২০২০

সুনামগঞ্জে করোনাভাইরাস শনাক্ত হওয়ার কয়েক ঘণ্টা পর পিয়ারা মিয়া (৭২) নামে এক মুক্তিযোদ্ধা মারা গেছেন। তিনি ছাতক পৌর শহরের বাগবাড়ী এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার (৪ জুন) মধ্য রাতে সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

শুক্রবার (৫ জুন) দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মুক্তিযোদ্ধা পিয়ারা মিয়ার করোনা শনাক্ত হয়। তার শারীর আগে থেকেই অসুস্থ থাকায় তিনি সিলেট নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। করোনার উপসর্গ থাকায় তার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে বৃহস্পতিবার রাতে পজিটিভ রিপোর্ট আসে।

সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সুনামগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এটি দ্বিতীয় মৃত্যু। মারা যাওয়া ব্যক্তি অসুস্থ থাকায় নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষার রিপোর্টে তার করোনা পজিটিভ আসে।

মোসাইদ রাহাত/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।