মির্জাপুরে করোনায় আক্রান্ত বেড়ে ৪০

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৬:২৮ পিএম, ০৫ জুন ২০২০
প্রতীকী ছবি

টাঙ্গাইলের মির্জাপুরে নতুন করে ছয়জনের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে মির্জাপুরে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪০ জনে। এর মধ্যে ১০ জন সুস্থ হয়েছেন। করোনা পজিটিভ হওয়ার পর নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন তারা।

জানা গেছে, মির্জাপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে স্বাস্থ্যকর্মীরা ৭৯৩ জনের নমুনা সংগ্রহ করে রাজধানীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে পাঠান। এ পর্যন্ত ৭৫৩ জনের রিপোর্ট পাওয়া গেছে। শুক্রবার পর্যন্ত ৪০ জনের করোনা পজিটিভ এসেছে।

তারা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও দুইজন স্বাস্থ্যকর্মীসহ ১০ জন সুস্থ হয়েছেন। করোনায় ৫৫ বছরের এক নারীর মৃত্যু হয়েছে।

মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্ত মো. আবদুল মালেক বলেন, মির্জাপুর থেকে করোনা পজিটিভ হওয়া অধিকাংশ ব্যক্তিই মির্জাপুরের বাইরে থেকে আসা। কাজেই উপজেলাবাসীকে সচেতন রাখতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এস এম এরশাদ/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।