ফেনীতে একদিনে ৩২ জনের করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ০৫ জুন ২০২০

ফেনীতে আরও ৩২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (০৫ জুন) দুপুরে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে ফেনী সদরে ১১ জন, দাগনভূঞায় ১৯ জন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজন। তাদের মধ্যে ১৮ জন পুরুষ ও ১৪ জন নারী। এদের বয়স ৮-৭০ বছরের মধ্যে।

ডা. সাজ্জাদ হোসেন আরও বলেন, জেলায় এখন পর্যন্ত ২২৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৬৩ জন। এ পর্যন্ত মারা গেছেন তিনজন।

জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, শুক্রবার জেলায় পর্যন্ত দুই হাজার ১৯৮ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ থেকে এক হাজার ৭৫৯ জনের প্রতিবেদন আসে।

এখন পর্যন্ত জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ জন। এদের মধ্যে সদরে ২১ জন, সোনাগাজীতে আটজন, ছাগলনাইয়ায় ১৩ জন, দাগনভূঞায় ১০ জন, পরশুরামে সাতজন ও ফুলগাজীতে চারজন।

জেলায় এখন পর্যন্ত ২২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ফেনী সদরের ৮২ জন, ছাগলনাইয়ায় ২৪ জন, দাগভূঞায় ৭৭ জন, সোনাগাজীতে ২২ জন, ফুলগাজীতে আটজন ও পরশুরামে সাতজন। অপর পাঁচজন চট্টগ্রাম, মিরসরাই, চৌদ্দগ্রাম ও সেনবাগের বাসিন্দা।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।