করোনাভাইরাসে টাঙ্গাইলে চিকিৎসকসহ আরও ২৮ জন আক্রান্ত
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক সার্জন, মেডিকেল সহকারী ও নার্সসহ আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১৯ জন।
নতুন করে আক্রান্তদের মধ্যে কালিহাতী উপজেলায় সাতজন, মির্জাপুরে পাঁচজন, ভূঞাপুরে দুইজন, সদর উপজেলায় পাঁচজন, গোপালপুরে একজন, সখীপুরে দুইজন, দেলদুয়ারে একজন এবং নাগরপুর উপজেলায় পাঁচজন।
শুক্রবার (০৫ জুন) বিকেলে এ তথ্য নিশ্চিত করে টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মোহাম্মদ ওয়াহীদুজ্জামান বলেন, এক সার্জন, মেডিকেল সহকারী ও নার্সসহ আরও ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২১৯ জনে দাঁড়াল।
আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম