মৃত্যুর ৫ দিন পর জানা গেল বিদ্যুৎকর্মী করোনা পজিটিভ ছিলেন
হবিগঞ্জে একজন বিদ্যুৎকর্মীর মৃত্যুর ৫ দিন পর জানা গেল তিনি করোনা পজিটিভ ছিলেন। ৩১ মে তিনি নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ওইদিন রাতে তাকে নিজ গ্রামে দাফন করা হয়।
শুক্রবার রাতে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে হবিগঞ্জে দুজন মারা গেলেন। মৃত ব্যক্তি হবিগঞ্জ শহরতলির রিচি গ্রামের বাসিন্দা আব্দুল হক। তিনি নেত্রকোনায় পিডিবিতে চাকরি করতেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, তিনি মারা যাওয়ার পর স্বাস্থ্যবিধি মেনে তার দাফন করা হয়। একই সাথে তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে ঢাকা ল্যাবে পাঠানো হয়। সেখান থেকে জানানো হয়েছে তার করোনা পজিটিভ ছিল। এর আগে চুনারুঘাট উপজেলায় এক শিশু করোনায় আক্রান্ত হয়ে মারা যায়।
তিনি বলেন, এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০৮ জন। সুস্থ হয়েছেন ১১৭ জন। আর মৃত্যু হয়েছে দুজনের। শুক্রবারও জেলায় নতুন করে ১৪ জন করোনা আক্রান্ত হয়েছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/জেআইএম