ছেলেকে বাড়ি আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল বাবার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ১১:০৫ এএম, ০৬ জুন ২০২০
ফাইল ছবি

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ছেলেকে বাড়িতে আনতে গিয়ে বজ্রপাতে আছকির মিয়া (৫০) নামে এক বাবার মৃত্যু হয়েছে। শনিবার (৬জুন) সকাল ৯টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আছকির মিয়া চন্ডিপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আছকির মিয়ার ছেলে মো. আরিফ মিয়া বাড়ির পার্শ্ববর্তী যানি নদীতে মাছ ধরার জন্য যায়। এ সময় ঝড়-বৃষ্টিসহ বজ্রপাত শুরু হয়। এসব দেখে আছকির মিয়া তার ছেলে আরিফকে আনতে যাচ্ছিলেন চন্ডিপুর যানি নদীতে। পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ আড়াইশ শয্যা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরপুর ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াডের মেম্বার মো. ফারুক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।