মানিকগঞ্জে করোনার উপসর্গ নিয়ে তরুণীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০২:৩১ পিএম, ০৬ জুন ২০২০

 

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমেনা খাতুন (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। তার বাড়ি ঢাকার ধামরাই উপজেলার জালসা গ্রামে। শুক্রবার (৫ জুন) রাতে তিনি মারা যান। এর আগে দুপুরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এ নিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে ১৪ জনের মৃত্যু হলো।

মানিকগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. আরশ্বাদ উল্লাহ জানান, শুক্রবার সকালে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে ওই তরুণী হাসপাতালে আসেন। তার শারীরিক অবস্থা পযর্বেক্ষণের জন্য হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি করা হয়। তিনি করোনায় আক্রান্ত কি-না তা নিশ্চিত হতে দুপুরে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সাভারে পাঠানো হয়। কিন্তু রাতেই তার মৃত্যু হয়।

শনিবার (৬ জুন) দুপুর পযর্ন্তও ওই তরুণীর নমুনা পরীক্ষার ফলাফল জানতে পারেনি জেলা স্বাস্থ্য বিভাগ।

এদিকে গত ২৪ ঘণ্টায় মানিকগঞ্জ জেলায় নতুন করে ৮৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ২৮৫ জন।

বি.এম খোরশেদ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।