পুকুর পাড়ে খেলতে খেলতে দুই শিশুর করুণ মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৭ জুন ২০২০
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতিতে খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে নাঈমা আক্তার রহিমা (৬) ও নুহা আক্তার (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) দুপুরে উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের চরডাক্তার গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রহিমা ও নুহা স্থানীয় দারুল আরকাম স্বতন্ত্র এবতেদায়ী মাদরাসার শিশু শ্রেণির ছাত্রী। রহিমা চরডাক্তার গ্রামের পাওটয়ারী বাড়ির সিরাজের মেয়ে ও নুহা একই বাড়ির আলাউদ্দিনের মেয়ে।

স্বজনরা জানায়, রহিমা ও নুহা দু'জনে বাড়ির পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন তাদের দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খুঁজেছে। পরে বাড়ির লোকজন তাদের পুকুরে লাশ ভাসতে দেখে।

রামগতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান জানান, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।পরিবারের পক্ষ থেকে কোনো আপত্তি না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

কাজল কায়েস/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।