লক্ষ্মীপুরে করোনার উপসর্গ নিয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৪:৫৭ পিএম, ০৯ জুন ২০২০
ফাইল ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে কামাল উদ্দিন (৫৩) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৯ জুন) সকালে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত শিক্ষক কামাল উদ্দিন রামগতি পৌরসভার বাসিন্দা ও উপজেলার চরমেহার আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত দুইদিন ধরে কামাল উদ্দিন জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। অবস্থার অবনতি হওয়ায় সোমবার (০৮ জুন) তাকে নোয়াখালীর একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। শ্বাসকষ্ট বেড়ে গিয়ে মঙ্গলবার সকালে তার মৃত্যু হয়।

রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার কামনাশিস মজুমদার বলেন, করোনা পরীক্ষার জন্য শিক্ষক কামালের নমুনা সংগ্রহ করা হয়েছে। নুমনা পরীক্ষার জন্য নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ল্যাবে পাঠানো হয়েছে। ওই শিক্ষকের বাড়ি লকডাউন করে দেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত লক্ষ্মীপুরে প্রায় ৪৫ জন উপসর্গ নিয়ে মারা যান। এছাড়া শুরু থেকে এ পর্যন্ত উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

কাজল কায়েস/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।