করোনাভাইরাস : ফেনীতে আরও ২৭ জন আক্রান্ত
ফেনীতে নতুন করে আরও ১৫১ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৩৪৭ জনে। এর মধ্যে নয়জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৮০ জন। বুধবার জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
জেলা করোনা নিয়ন্ত্রণকক্ষের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ বলেন, নতুন শনাক্ত ২৭ জনের মধ্যে সদর উপজেলার আটজন, সোনাগাজী উপজেলার নয়জন, পরশুরাম উপজেলার পাঁচজন, ছাগলনাইয়া উপজেলার তিনজন এবং দাগনভূঁঞা উপজেলার একজন বাসিন্দা রয়েছেন।
তিনি আরও বলেন, মঙ্গলবার পর্যন্ত তিন হাজার ৩০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। এর বিপরীতে পরীক্ষাগার থেকে দুই হাজার ২৫২ জনের ফলাফলে ৩৪৭ জনের দেহে করোনা সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এখন পর্যন্ত ৭৭৮টি নমুনার ফলাফল অপেক্ষমান রয়েছে।
রাশেদুল হাসান/এএম/এমকেএইচ