পিকআপভ্যান চাপায় দুই বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১১ জুন ২০২০

মানিকগঞ্জের সিংগাইরে পিকআপ ভ্যান চাপায় দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা-গাজিন্দা মাদরাসা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিকশাচালক ইসরাফিল হোসেনের বড় মেয়ে সুবর্ণা আক্তার (৯) এবং ছোট মেয়ে ইশা আক্তার (২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে শিশু সুবর্ণা ও ইশাকে বাড়ি সংলগ্ন রাস্তার পাশে দাঁড় করিয়ে রেখে তাদের মা মোবাইল ফোনে টাকা রিচার্জ করার জন্য বাড়ির ভেতের টাকা আনতে যান। এসময় ঢাকাগামী দ্রুতগতির একটি পিকআপভ্যান নিয়ন্ত্রন হারিয়ে দুই বোনকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলে বড় বোন সুর্বণা আক্তার নিহত এবং ছোট বোন ইশা গুরুতর আহত হন।

তাকে উদ্ধার করে ঢাকার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানের চালক ও তার সহযোগী পালিয়ে গেছে।

সিংগাইর থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।ঘাতক পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বি.এম খোরশেদ/এমএএস/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।