পল্লীবিদ্যুতের কাজের জন্য ডেকে আনা আইসক্রিম বিক্রেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:০২ পিএম, ১২ জুন ২০২০

টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা ইউনিয়নের ধীতপুর গ্রামের পল্লীবিদ্যুতের ট্রান্সফরমার নিচে পড়ে এক আইসক্রিম বিক্রেতার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটেছে।নিহত লুৎফর রহমান (৩৫) টাঙ্গাইল পৌরসভার এনায়েতপুর এলাকার মো. সায়েদ মিয়ার ছেলে।

সত্যতা নিশ্চিত করে দাইন্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লাভলু মিয়া জানান, ঘটনার পরপরই গুরুতর আহত অবস্থায় আইসক্রিম বিক্রেতা লুৎফর রহমানকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান পল্লীবিদ্যুতে কর্মরতরা।

টাঙ্গাইল পল্লীবিদ্যুৎ সমিতির লাইনম্যান মোকলেছুর রহমান বলেন, দুপুরের দিকে ওই গ্রামে একটি ট্রান্সফরমার পরিবর্তনের সময় লুৎফর রহমানকে আমাদের কাজে সহযোগিতা করার জন্য ডেকে আনা হয়। সে আসার পর উপর থেকে একটি ট্রান্সফরমার তার ওপরে পড়ে। এতে গুরুতর আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহত লুৎফর রহমানের চাচাতো ভাই শহিদুল ইসলাম। তিনি বলেন, লুৎফরের পরিবারে তিনি একাই রোজগার করতেন। এখন তার পরিবারের রোজগার করার আর কেউ রইলো না। ছয় বছরের এক মেয়ে ও ১০ বছরের এক ছেলে নিয়ে লুৎফরের স্ত্রী কিভাবে চলবে তা ভেবে পাচ্ছি না।

আরিফ উর রহমান টগর/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।