ঝগড়া মিটমাট করে দেয়ায় কৃষককে কুপিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১২:৫৫ এএম, ১৩ জুন ২০২০

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় আমিরুল ইসলাম নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার (১২জুন) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল কালীগঞ্জ উপজেলার কোলা ইউনিয়নের দৌলতপুর গ্রামের মৃত জবেদ বিশ্বাসের ছেলে।

কয়েকদিন আগে দৌলতপুর গ্রামে একটি ছাগল কেনা বেচাকে কেন্দ্র করে ঝগড়া হয়। সেই বিষয়টি আমিরুল নিজে উপস্থিত থেকে মিটিয়ে দেয়। এ ঘটনায় প্রতিপক্ষরা তার উপর ক্ষুব্ধ হয়। এতে শুক্রবার সন্ধ্যায় দৌলতপুর গ্রামের রাস্তা দিয়ে যাবার সময় শাহিন তাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে গ্রামবাসী তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আহসান হাবিব জানান, তার মাথা, বুক ও পিঠে প্রায় ৭ থেকে ৮টি স্থানে কুপিয়ে জখম করার চিহ্ন ছিল। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে আনার পর সে মারা যায়।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া জানান, ছাগল বিক্রির টাকা নিয়ে গ্রামে কয়েকদিন ঝামেলা হচ্ছিল। গতকাল বৃহস্পতিবার ছাগল বিক্রির ৩ হাজার টাকা পরিশোধও করা হয়। মাত্র ৩শ টাকার জন্য শাহিন নামের এক যুবক আমিরুলকে কুপিয়ে হত্যা করে। শাহিনকে গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

আব্দুল্লাহ আল মাসুদ/এমএএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।