মানিকগঞ্জের ৭ এলাকা রেডজোন ঘোষণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০৯:০৪ এএম, ১৪ জুন ২০২০
প্রতীকী ছবি

করোনা সংক্রমণে অধিক ঝুঁকিপূর্ণ বিবেচনায় মানিকগঞ্জ পৌরসভাসহ দুটি উপজেলার ৭টি এলাকাকে রেডজোন ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে জেলা প্রশাসক এসএম ফেরদৌস গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই আদেশ জারি করেন।

রেডজোনের আওতাভুক্ত এলাকাগুলো হলো- মানিকগঞ্জ পৌরসভার গঙ্গাধরপট্টি, পশ্চিম দাশড়া ও উত্তর সেওতা, সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ও ধানকোড়া ইউনিয়ন এবং সিংগাইর উপজেলার সিংগাইর পৌরসভা ও জয়মন্টপ ইউনিয়ন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ জুন রাত ৮টা থেকে ৪ জুলাই পযর্ন্ত রোড জোন ঘোষিত এলাকায় কঠোর লকডাউন পালন করা হবে। এসব এলাকার কোনো ব্যক্তি ঘরের বাইরে কিংবা বাইরের কেউ এই এলাকায় আসা যাওয়া করতে পারবেন না। বন্ধ থাকবে সকল ধরনের শপিং মল ও দোকানপাট। মসজিদে নামাজের সময় ইমাম মোয়াজ্জিনসহ ৫ জন এবং জুমার নামাজে সর্বোচ্চ ১০ জন থাকতে পারবেন।

তবে এর আওতামুক্ত থাকবে সাংবাদিকসহ জরুরি সেবায় নিয়োজিত ব্যক্তি, সরকারি ও ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান, শিল্প কারখানায় কর্মরত ব্যক্তি ও তাদের বহনকারী গাড়ি।

প্রসঙ্গত, মানিকগঞ্জে এ পযর্ন্ত চার শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। করোনা রোগী মারা গেছেন ৪ জন। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৫ জনের।

বি.এম খোরশেদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।