নেত্রকোনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:৪৮ পিএম, ১৪ জুন ২০২০
ফাইল ছবি

নেত্রকোনার কেন্দুয়ায় পানিতে ডুবে সুমাইয়া (৩) ও শোভা আক্তার (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। সুমাইয়া উপজেলার বালিকান্দি গ্রামের কামাল মিয়ার মেয়ে। আর শোভা আক্তার জাফরপুর ইউনিয়নের গগডা গ্রামের সামছু মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নওপাড়া ইউনিয়নের পুরাবাড়ী গ্রামে নানা শান্তু মিয়ার বাড়িতে এসে রোববার (১৪ জুন) সকালে বাড়ির পাশের ডোবায় পড়ে মারা যায় সুমাইয়া। অপরদিকে শনিবার (১৩ জুন) সন্ধ্যার পর বাড়ির পাশের ফুলেশ্বরী খালে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা যায় শোভা আক্তার।

কেন্দুয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এইচ এম কামাল/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।