করোনার নমুনা সংগ্রহে চারটি বুথ দিলেন শুভ প্রতিদিনের সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১৪ জুন ২০২০

করোনাভাইরাস পরীক্ষায় নমুনা সংগ্রহের জন্য সিলেটের গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় দুটি করে মোট ৪টি বুথ স্থাপন করে দিয়েছেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন।

রোববার (১৪ জুন) দুপুরে গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত দুটি বুথের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সরওয়ার হোসেন। নিজস্ব অর্থায়নের এ চারটি বুথ স্থাপন করেন তিনি।

বুথ উদ্বোধনকালে বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ সরওয়ার হোসেন বলেন, করোনায় সম্মুখযোদ্ধা হিসেবে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। তাদের সুরক্ষার ব্যবস্থা না থাকায় অনেকেই আক্রান্ত হচ্ছেন। তারা সুস্থ না থাকলে কীভাবে আমাদের জন্য করোনা সংকটে কাজ করবেন। এজন্য এ নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর ইসলাম শাহিন, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এম এ ওয়াদুদ এমরুল, ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আবু সুফিয়ান উজ্জ্বল, ছাত্রলীগ নেতা রাহাত তপাদার প্রমুখ।

both2

এদিকে, গোলাপগঞ্জে বুথ স্থাপনের পরপরই বিকেল ৩টার দিকে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত আরও দুটি বুথের উদ্বোধন করেন সরওয়ার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম পল্লব, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোয়াজ্জেম আলী খান চৌধুরী, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ, মেডিকেল অফিসার ডা. আবুল বাশার রুম্মান।

বিয়ানীবাজারে করোনা নমুনা সংগ্রহ বুথের উদ্বোধনকালে সরওয়ার হোসেন বলেন, করোনাকালে আমার চেয়ে বিয়ানীবাজার-গোলাপগঞ্জের সাধারণ মানুষের জন্য ভয় বেশি। তাই তো আমি এ বিপদের সময় নিজের সুরক্ষার কথা চিন্তা না করে মানুষের পাশে আছি। পাশে থাকতে চাই। করোনা মহামারিতে মানুষের সুখ-দুঃখের সাথী হতে চাই। করোনা বিপদ যতই বড় হোক না কেন, আমি দুই উপজেলার মানুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।

এর আগে সরওয়ার হোসেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার করোনা রোগীদের সেবায় নিয়োজিতদের পিপিইসহ সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। এছাড়া কয়েক দফায় এই দুই উপজেলার কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামাগ্রী বিতরণ করেন এ আওয়ামী লীগ নেতা।

ছামির মাহমুদ/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।