নেত্রকোনায় চিকিৎসাধীন অবস্থায় পুলিশ সদস্যের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:১১ পিএম, ১৪ জুন ২০২০

নেত্রকোনা পুলিশ লাইন্সে কর্মরত নায়েক কে এম কামরুজ্জামান চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জেলা পুলিশের বিশেষ সূত্রে জানা যায়, জেলা পুলিশের ট্রেজারি শাখার নিরাপত্তা কাজে নিয়োজিত থাকা অবস্থায় গত ৩ জুন ভোররাতে বুকে ব্যথা শুরু হলে তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এস এম আশরাফুল আলম জানান, ৬ জুন পুলিশ সদস্য কামরুজ্জামানের কোভিড পরীক্ষা করার পর রিপোর্ট নিগেটিভ এসেছিল৷ তবুও হাসপাতাল কর্তৃপক্ষের পরামর্শে কোভিড-১৯ এর কফ ও সামান্য শ্বাসকষ্টের সিম্পটম থাকায় স্যাম্পল পরীক্ষায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, কোভিড আক্রান্ত ব্যক্তির মৃতদেহের ন্যায় স্বাস্থ্যবিধি মেনে ইসলামিক ফাউন্ডেশন ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় ধর্মীয় রীতি অনুসরণ করে পুলিশ লাইন্সে ১ম নামাজে জানাজা শেষে তার নিজ বাড়ি ভালুকায় লাশ পাঠানো হয়েছে৷

এইচ এম কামাল/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।