সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:১৫ পিএম, ১৫ জুন ২০২০
ফাইল ছবি

নওগাঁর পোরশা নীতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুভাস রায় (৩৭) নামে এক রাখালের মৃত্যু হয়েছে। সোমবার ভোরে সীমান্তের ২২৭ নম্বর পিলারের কাছে ভারতের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।

সুভাস রায় উপজেলার তুরিপাড়া গ্রামের ভুলু রায়ের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে নীতপুর সীমান্ত দিয়ে চোরাইপথে ভারতের অভ্যন্তরে ৮-১০জন রাখাল গরু নিতে যান। সোমবার ভোরে গরু নিয়ে ফেরার পথে ২২৭ নম্বর পিলারে ভারতের অভ্যন্তরে তাদের লক্ষ্য করে গুলি চালায় আগ্রাবাদ ক্যাম্পের বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান সুভাস। এছাড়া তার সহযোগীরা কে কোথায় আছেন তা জানার চেষ্টা চলছে।

১৬ বিজিবি নীতপুর ক্যাম্পের সুবেদার আনিছুর রহমান বলেন, প্রায় দুই কিলোমিটার ভারতের অভ্যন্তরে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে বলে শুনেছি। এছাড়া আরো কেউ আহত আছে কিনা খোঁজ নেয়া হচ্ছে। ঘটনার পর বিএসএফর সঙ্গে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে।

আব্বাস আলী/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।