করোনার উপসর্গ নিয়ে সাতক্ষীরায় দুইজনের মৃত্যু
করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জনু) মধ্যরাতে ও সোমবার (১৫ জুন) সকালে তারা মারা যান। তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হলেও এখনও রিপোর্ট হাতে পায়নি স্বাস্থ্য বিভাগ।
মৃতরা হলেন- দেবহাটা উপজেলার টাউনশ্রীপুর গ্রামের রাধাকান্ত ও শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার সাহাবুদ্দীন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের প্রধান ডা. মানস কুমার জানান, মারা যাওয়া উভয়ের করোনার উপসর্গ ছিল। রাধাকান্ত ১০ দিন আগে হার্ট, কিডনি ও প্রেসারের সমস্যা নিয়ে হাসপাতালের আইসোলেশানে ভর্তি হন। তিনি সকালে মারা গেছেন। এছাড়া মধ্যরাতে আরেকজন মারা গেছেন। তিনি ডায়াবেটিসে ভুগছিলেন। তাদের নমুনা সংগ্রহ করে আগেই পাঠানো হয়েছে, তবে এখনও রিপোর্ট হাতে পাওয়া যায়নি।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত কুমার জানান, করোনার উপসর্গ নিয়ে যারা মারা গেছেন স্বাস্থ্যবিধি মেনেই তাদের দাফন করা হবে।
আকরামুল ইসলাম/আরএআর/এমএস