সাতক্ষীরায় একসঙ্গে ১৫ ইটভাটা শ্রমিক করোনা থেকে সুস্থ
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় করোনাজয়ী ১৫ ইটভাটা শ্রমিকের বাড়িতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল ও ওষুধসহ শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেয়া হয়েছে।
সোমবার (১৫ জুন) বিকেলে জেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বসন্তপুর গ্রামে সুস্থ হওয়া শ্রমিকদের বাড়িতে ফুল ও শুভেচ্ছা সামগ্রী পৌঁছে দেন।
শুভেচ্ছা সামগ্রীর মধ্যে রয়েছে ফুল, ১০টি করে নাপা ট্যাবলেট, ১০টি ভিটামিন-সি ট্যাবলেট, ছয়টি ওরস্যালাইন, চারটি মাস্ক, একটি সাবান ও এক কেজি করে সেমাই ও চিনি।
শুভেচ্ছা সামগ্রী বিতরণকালে দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উজ্জ্বল কুমার মৈত্র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার ও স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন উপস্থিত ছিলেন।
দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরীন বলেন, সুস্থ হওয়া ব্যক্তিরা ইটভাটা শ্রমিক। নারায়ণগঞ্জ থেকে ফিরে একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হন তারা। করোনা আক্রান্ত হওয়ার পর তারা আইসোলেশনে ছিলেন। করোনা রিপোর্ট নেগেটিভ আসায় তাদের করোনামুক্ত ঘোষণা করেছে স্বাস্থ্য বিভাগ। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা জানানো হয়েছে।
সাতক্ষীরার সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার বলেন, জেলায় সোমবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন ৭৯ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৭ জন। সুস্থদের করোনামুক্ত ঘোষণা করে তাদের বাড়ি লকডাউন প্রত্যাহার করা হয়েছে।
গত ১৭ মে দেবহাটায় নারায়ণগঞ্জফেরত ২৪ জন ইটভাটা শ্রমিক একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। তাদের মধ্যে এই ১৫ জন করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন। বাকিদের নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও না আসায় আইসোলেশনে রয়েছেন।
আকরামুল ইসলাম/এএম/পিআর