পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:২০ এএম, ১৭ জুন ২০২০

নওগাঁয় দুই পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় দুটি মাছবাহী পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, রাজশাহী থেকে দুটি পিকআপ মাছ নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে রানীপুকুর নামক স্থানে মাছবাহী পিকআপ ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। তবে কীভাবে সংঘর্ষ ঘটেছে তা জানা যায়নি।

আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে একজন মারা যান। এ সময় অপর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে ওসি জানান।

আব্বাস আলী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।