মির্জাপুরে নতুন করে আরও ১৪ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৪
টাঙ্গাইলের মির্জাপুরে দুইজনের মৃত্যুর পর রিপোর্ট এলো করোনা পজিটিভ। তারা হলেন, উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী শামছুল ইসলাম (৬০) ও ভাওড়া ইউনিয়নের চান্দুলিয়া গ্রামের সুরজাত আলীর ছেলে শমশের আলী (৬৫)।
শামছুল ইসলাম সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে এবং শমশের আলী সোমবার রাতে নিজ বাড়িতে মারা যান।
তাদেরসহ এ উপজেলায় নতুন করে আরও ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মির্জাপুরে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ জনে।
এর আগে উপজেলার ভাওড়া ইউনিয়নের কামারপাড়া গ্রামের রেনু বেগম (৫৫) ও বহুরিয়া ইউনিয়নের গোহাইলবাড়ি গ্রামের বাসিন্দা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী মো. খলিলুর রহমান (৫৭) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মির্জাপুরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৪ এ। এছাড়া মহেড়া ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামের কছিম উদ্দিনের ছেলে শাহ আলম (৩০) নামে এক যুবক উপসর্গ নিয়ে মারা যান। মৃত্যুর দুইদিন আগে তার নমুনা নেয়া হলেও রিপোর্ট আসেনি বলে জানা গেছে।
জানা গেছে, স্বাস্থ্যকর্মীরা উপজেলার বিভিন্ন গ্রাম থেকে গত ৯ জুন ২৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১০ জুন ঢাকা ল্যাবে পাঠান। এতে বুধবার ১৩ জনের করোনাভাইরাস পজিটিভ আসে।
এছাড়া ইসলামী ব্যাংক এলেঙ্গা শাখার সিনিয়র অফিসার উপজেলার ভাওড়া ইউনিয়নের হাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে ফারুক হোসেন বাসাইল উপজেলায় একই দিন নমুনা দেন। তারও করোনা পজিটিভ আসে বলে জানান স্থানীয় স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে মঙ্গলবার শামছুল ইসলাম নামে এক ব্যবসায়ী ও সোমবার শমশের আলী নামে এক কৃষক মারা গেছেন।
বুধবার নতুন করে আক্রান্ত ১৪ জনের বাড়ি মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার রোড, পুষ্টকামুরী, ভাবখন্ড, গোড়াই, চান্দুলিয়া ও হাড়িয়া গ্রামে।
এদিকে মির্জাপুরে করোনাভাইরাস সংক্রমণ অস্বাভাবিক বৃদ্ধি পাচ্ছে। এর মধ্যে মির্জাপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে ১৯ জন আক্রান্ত হওয়ায় গত মঙ্গলবার থেকে ১০ দিনের লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মালেক জানান, আক্রান্তদের নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিতে হবে। এছাড়া আক্রান্ত ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি লকডাউনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলে তিনি জানান।
এস এম এরশাদ/এমএএস/এমএস