ভারি বৃষ্টিতে দুর্ভোগে উপকূলবাসী, তিন নম্বর সতর্কতা সংকেত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৮:৫১ পিএম, ১৭ জুন ২০২০

উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত জারি করেছে আবহাওয়া অধিদফতর। বুধবার সকাল থেকেই সাতক্ষীরা জেলায় ক্ষণে ক্ষণে ভারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, প্রবল বৃষ্টির সঙ্গে ঝড়ো হওয়ার আশঙ্কা রয়েছে।

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জি এম মাসুদুল আলম জানান, সকাল থেকেই প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে নতুনভাবে এলাকার মানুষদের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ঘরবাড়ি হারিয়ে যারা তাবুর নিচে বসবাস করছিলেন তারা দুর্ভোগে পড়েছেন। এছাড়া যাতায়াত ব্যবস্থা নেই। একদিকে আম্ফানে বিধ্বস্ত গোটা উপকূলীয় এলাকা। এরই মধ্যে আবার বৃষ্টির মধ্যে উপকূলবাসীর চরম দুর্ভোগে পড়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, উপকূলীয় এলাকায় তিন নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সেই সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে। আগামী এক বা দুই দিন এমন আবহাওয়া বিরাজ করবে।

আকরামুল ইসলাম/এমএসএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।