রাতে করোনা শনাক্ত, ভোরে মৃত্যু
মেহেরপুরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আব্দুল মহিত লাল্টু (৬৮) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) ভোরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আব্দুল মহিত লাল্টু মেহেরপুর শহরের নতুন পাড়ার মোহর আলী মুক্তারের ছেলে।
মেহেরপুরের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল মহিত লাল্টু গত চারদিন যাবত মেহেরপুর জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার (১৯ জুন) রাতে তার নমুনা পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ আসে। স্বাস্থ্যবিধি মেনে আব্দুল মহি লাল্টুর মরদেহ দাফন করা হবে।
তিনি আরও জানান, এ পর্যন্ত মেহেরপুর জেলায় এক হাজার ৫১৩ জনের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত হয়েছেন ৩৯ জন। সুস্থ হয়েছেন ১৫ জন। আর করোনায় মারা গেছেন চারজন।
আসিফ/আরএআর/এমএস