ড্রেন থেকে উদ্ধার হলো মানব ভ্রুণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২০ জুন ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সিন্দুরখান সড়কের পাশে ড্রেন থেকে একটি মানব শিশুর ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০জুন) দুপুর সাড়ে ১২টার দিকে এলাকাবাসী খবর দিলে পুলিশ ভ্রুণটি উদ্ধার করে।

তবে এটি কে বা কারা ফেলে গেছে সে সম্পর্কে এলাকাবাসী কোনো তথ্য দিতে পারেনি বলে জানিয়েছে পুলিশ।

এ প্রসঙ্গে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। ভ্রুণটির শারীরিক অবস্থা দেখে মনে হচ্ছে সময়ের আগে গর্ভপাত করা হয়েছে। ধারণা করছি ৬-৭ মাসের ভ্রুণ হওয়ায় পূর্ণতা আসেনি।

ময়নাতদন্তের জন্য লাশ মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে বলেও জানায় পুলিশ।

রিপন দে/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।