পরিবারের ৪ জনসহ করোনায় আক্রান্ত মির্জাপুরের সাবেক ফুটবলার
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ফুটবলার খন্দকার মোফাজ্জল হোসেনসহ পরিবারের ৫ সদস্য করোনা পজিটিভ। এছাড়া নতুন করে টাঙ্গাইল জেলা শ্রমিক লীগের সভাপতি মীর দৌলত হোসেন বিদ্যুতসহ ১১ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জন।
খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল ছাড়াও তার স্ত্রী, পুত্রবধূ ও দুই নাতনি করোনায় আক্রান্ত হয়েছেন।
সোমবার নতুন শনাক্ত ব্যক্তিদের মধ্যে রয়েছেন জেলা শ্রমিক লীগের সভাপতি নাজিরপাড়া গ্রামের মীর দৌলত হোসেন বিদ্যুত, গোড়াই ইউপি সদস্য আদিল খান, মীর মনোয়ার হোসেনের ছেলে মীর আরাব হোসেন, উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা সাজ্জাত হোসেন ও তার স্ত্রী সানজিদা আক্তার, করোনায় মৃত্যুবরণকারী শামছুল আলমের স্ত্রী শিউলী বেগম, মেয়ের জামাই চান মিয়ার ছেলে মফিজুর রহমান, আলাল খানের ছেলে ইব্রাহীম খান, বাজারের মফিজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম, জামাল উদ্দিনের ছেলে জাহেদুল ও সোহাগপাড়া গ্রামের ইউসুফের স্ত্রী তানিয়া।
গত ১০ জুন সৈয়দা রাশেদা দুলাল ও তাহমিনা আক্তারের করোনা পজিটিভ আসলে মোফাজ্জল হোসেন দুলাল ও তার দুই নাতনির নমুনা দেয়া হয়। গত ১৮ জুন তাদেরও পজিটিভ আসে। তারা নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
পারিবারিক সূত্র জানায়, শহরের বাইমহাটী বণিকপাড়া এলাকায় বাসিন্দা একই বাড়িতে অবস্থানকারী ছয় সদস্যের এই যৌথ পরিবারে ছেলে খন্দকার রাহাত হোসেন ছাড়া বাকি পাঁচজনই করোনায় আক্রান্ত।
মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক ফুটবলার খন্দকার মোফাজ্জল হোসেন দুলাল বলেন, পরিবারের সকলেই ভালো আছেন। ছেলে রাহাত হোসেন তাদের সেবা-যত্ন করছেন। তিনি তাদের জন্য সকলের কাছে দোয়া কামনা করেন।
এরশাদ/এফএ/পিআর