দিনাজপুরে ভারত সীমান্তে মিলল যুবকের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৫:০২ পিএম, ২২ জুন ২০২০
ফাইল ছবি

দিনাজপুরে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে।

দিনাজপুর কোতয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, সোমবার সকালে সদর উপজেলার সুন্দরা সীমান্ত এলাকায় একজনের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ ও বিজিবি সীমান্তবর্তী এলাকায় গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহের শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।

নিহত ব্যক্তির নাম আনারুল ইসলাম (৩৫)। তিনি সুন্দরা স্বরসতীপুর গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। ভারত ও বাংলাদেশের সুন্দরা জুলকাপাড়া সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ পাওয়া যায়।

বিষয়টি নিয়ে দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শরিফুল্লাহ আবেদের মুঠোফোনে বারবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এদিকে কোতয়ালি থানার এসআই আলমগীর হোসেন জানান, সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের মাধবপুর বাজারের পশ্চিমে সন্যাসীতলা শ্মশানঘাট এলাকায় বড়ডারা খালে একজনের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পানি থেকে মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তির বয়স ৩০ থেকে ৩৫ বছর হবে জানিয়ে তিনি বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তার নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। মরদেহ দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এমদাদুল হক মিলন/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।