সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বোনসহ ছাত্রদল নেতার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ)
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ জুন ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ছাত্রদল নেতা ও তার খালাতো বোন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার রাতে তাদের মৃত্যু হয়।

এর আগে শনিবার (২০ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুরে সড়ক দুর্ঘটনায় আহত হন ছাত্রদল নেতা ও অলিপুর বাজারের ব্যবসায়ী হাবিবুর রহমান আনু ও তার খালাতো বোন নাজু আক্তার। আশঙ্কাজনক অবস্থায় তাদের ঢাকার গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার রাত সাড়ে ৩টার দিকে হাবিবুর রহমান আনু ও এর ঘণ্টা খানেক পর তার খালাতো বোন নাজু আক্তারের মৃত্যু হয়।

অলিপুর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।

কামরুজ্জামান আল রিয়াদ/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।