শিক্ষানবিশ আইনজীবী রাজীবের হত্যাকারী জিহাদ গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৩ জুন ২০২০

টাঙ্গাইলের ভূঞাপুরে খুন হওয়া শিক্ষানবিশ আইনজীবী মেহেদী মোস্তফা ওরফে রাজিবের মূল হত্যাকারী জিহাদকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৩টায় টাঙ্গাইল শহরের সন্তোষ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

নিহত আইনজীবী রাজিব ভূঞাপুর উপজেলার ফলদা ইউনিয়নের গারাবাড়ী গ্রামের গোলাম মোস্তফা ওরফে দুলালের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের সন্তোষ থেকে শিক্ষানবিশ আইনজীবী মেহেদী মোস্তফা ওরফে রাজিবের মূল হত্যাকারী জিহাদকে (২৮) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার জিহাদ নিহত আইনজীবীর চাচা মফিজুল হক চন্দনের ছেলে। জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতে নিহতের বাবা গোলাম মোস্তফা ওরফে দুলাল বাদী হয়ে নিহতের তিন চাচাতো ভাই জিহাদ, সিফাত, রাহাত ও তাদের মা বেবিকে আসামি করে মামলা দায়ের করেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ জুন) চাচা মফিজুল হক চন্দনের ছেলে জিহাদের সঙ্গে তারই চাচাতো ভাই রাজিবের গাছের আম পাড়া নিয়ে বাগবিতণ্ডা হয়। রাজিব বাড়ির গাছের আম পাড়ার জন্য জিহাদদের বাড়ির উচু একটা বাঁশ নিয়েছিল। পরে বাঁশটি ভেঙে গেলে দুইজনের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে জিহাদ উপর্যুপরিভাবে তিনবার রাজিবের পেটে ছুরিকাঘাত করে। এতে রাজিব মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে মারা যান রাজিব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে পড়ালেখা শেষ করে ঢাকা জজকোর্টে একজন জ্যেষ্ঠ আইনজীবীর সঙ্গে শিক্ষানবিশ হিসেবে কাজ করছিলেন রাজিব। বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত অবস্থায় জহুরুল হক হল শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন তিনি।

আরিফ উর রহমান টগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।