ফেনীতে ইউএনওসহ ১৮ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৪ জুন ২০২০

ফেনীতে আরও ১৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে করোনা আক্রান্তের সংখ্যা ৬৭১ জনে দাঁড়াল।

বুধবার (২৪ জুন) জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. ইউসুফ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ফেনী সদর উপজেলায় নয়জন, দাগনভূঞায় পাঁচজন, সোনাগাজীতে একজন, ছাগলনাইয়ায় একজন ও দুজন ফেনী জেলার বাইরের বাসিন্দা।

একই দিন নোয়াখালীর আবদুল মালেক মেডিকেল কলেজের ল্যাব থেকে ৯৮ জনের প্রতিবেদন আসে। এছাড়া জেলায় নতুন করে নয়জন সুস্থ হয়েছেন।

আক্রান্তদের মধ্যে দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকতা মো. রবিউল হোসেন ও তার স্ত্রী, একজন চিকিৎসক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী রয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও তার স্ত্রীর শারীরিক অবস্থা উন্নতির পথে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুজ্জামান।

এ পর্যন্ত ফেনীতে শনাক্ত ৬৭১ রোগীর মধ্যে ফেনী সদর উপজেলায় ২৬০ জন, সোনাগাজীতে ১০৫, দাগনভূঞায় ১৩৯, ছাগলনাইয়ায় ৯০, ফুলগাজীকে ৩৪ ও পরশুরামে ৩১ এবং ফেনীর বাইরে অন্য জেলার ১২ জন।

জেলায় এ পর্যন্ত চিকিৎসক, সরকারি কর্মকতা ও জনপ্রতিনিধিসহ ১৪৪ জন সুস্থ হয়েছেন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৪ জন।

রাশেদুল হাসান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।