স্বাস্থ্যবিধি অমান্য, খুলনায় করোনায় আক্রান্তের নতুন রেকর্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৪ জুন ২০২০

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে প্রতিদিনই নতুন নতুন রেকর্ড গড়ে চলেছে খুলনা। খুলনাবাসীর অনিয়ন্ত্রিত চলাফেরাকে এজন্য দায়ী করেছেন চিকিৎসকরা। স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা না করায় প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্য বেড়ে চলছে বলেও জানান তারা।

এ অবস্থায় গত ২৪ ঘণ্টায় খুলনায় আরও ১৭২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১ হাজার ৩৭৮ জনে।

বুধবার (২১ জুন) সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজের (খুমেক) পিসিআর ল্যাব ও সিভিল সার্জনের দফতর থেকে এ তথ্য জানা যায়।

খুমেকের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ বলেন, বুধবার খুমেকের পিসিআর ল্যাবে ৩৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে খুলনার নমুনা ছিল ৩৫০টি। এর মধ্যে ১৭২টির রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১৬৪ জনই খুলনার বাসিন্দা। পাশাপাশি যশোরের তিনজন, নড়াইলের একজন, বাগেরহাটের চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে।

খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, বুধবার দুপুর পর্যন্ত খুলনায় করোনা রোগীর সংখ্যা ছিল ১ হাজার ২০৬ জন। সন্ধ্যায় খুমেকের ল্যাবে আরও ১৭২ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে খুলনায় মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ১৩৭৮ জন।

তিনি বলেন, গত ২৫ মার্চ থেকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য খুলনাবাসীকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু কেউ তা মেনে চলছে না। দোকানপাট বিকেল ৪টা পর্যন্ত খোলার কথা থাকলেও তা মানছেন না ব্যবসায়ীরা। ফলে প্রতিদিনই করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আলমগীর হান্নান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।