ম্যাজিস্ট্রেট আসার খবরে পালালেন বর, ধরা খেলেন কাজী ও কনের বাবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৫:৫৮ পিএম, ২৬ জুন ২০২০
প্রতীকী ছবি

ফেনী শহরের রামপুর এলাকায় বাল্যবিয়ের দায়ে কাজীর ২০ হাজার জরিমানা ও কনের বাবার ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরের দিকে ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসলিমা শিরিন ঘটনাস্থলে গিয়ে এ রায় ঘোষণা করেন।

আদালতের একটি সূত্র জানায়, শুক্রবার দুপুরের দিকে শহরের রামপুর হাফেজ উকিল বাড়ি এলাকায় জহির উদ্দিনের বাড়িতে বাল্যবিয়ের খবর পেয়ে অভিযান চালান আদালত। এ সময় দেখা যায় ওই বাড়ির ভাড়াটিয়া জসিম উদ্দিনের মেয়ে রামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে একই বাড়ির অন্য ভাড়াটিয়া আলী আহাম্মদের ছেলে আনোয়ারের বিয়ের আয়োজন চলছে।

নির্বাহী ম্যাজেস্ট্রেট আসার খবর শুনে পাত্র আনোয়ার পালিয়ে যান। পরে বাল্যবিয়ের আয়োজন করায় ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ডের কাজী নিকাহ রেজিস্ট্রার আবদুল মতিনকে ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় মেয়ের বাবা মো. জহির উদ্দিনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এ সময় ফেনী পৌরসভার ১৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুর রহমান ও ১৬নং ওয়ার্ড বাউন্সিলর আমির হোসেন বাহারসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

রাশেদুল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।