খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ১০:২৭ পিএম, ২৬ জুন ২০২০
ছবি : ডা. রাশেদা সুলতানা

খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমানসহ আরও ১১৪ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খুলনায় করোনা পরিস্থিতি মনিটরিংসহ সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করতেন ওই দুই চিকিৎসক।

শুক্রবার (২৬ জুন) খুমেকের আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ।

তিনি বলেন, শুক্রবার খুমেকের পিসিআর ল্যাবে ২৮০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যার মধ্যে খুলনার নমুনা ছিল ২৬৮টি। এদের মধ্যে মোট ১১৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে ১০৯ জন খুলনার। বাকিদের মধ্যে বাগেরহাট জেলার একজন, নড়াইল জেলার দুইজন, পিরোজপুরের একজন ও বরিশালের একজন রয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, নমুনা পরীক্ষায় শুক্রবার আমার করোনা শনাক্ত হয়। এছাড়া আমার কার্যালয়ের সহকারী প্রধান কর্মকর্তা জোবায়ের হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা এসএম জাহাতাব হোসেনেরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তারা সবাই বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সি রেজা সেকান্দার বলেন, নমুনা পরীক্ষার পর শুক্রবার হাসপাতালের আরএমও মিজানুর রহমানের করোনা শনাক্ত হন। তার শরীরের অবস্থা ভালো। খুলনার সিএসএস আভা সেন্টারে দায়িত্ব পালনকারী আরও একজন চিকিৎসক শুক্রবার করোনা পজিটিভ হয়েছেন।

আলমগীর হান্নান/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।