করোনাভাইরাস : রাঙ্গামাটিতে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৭ জুন ২০২০
ফাইল ছবি

রাঙ্গামাটিতে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে জেলা শহরের চম্পকনগর এলাকায় ওই নারী (৪২) মারা যান।

রাঙ্গামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, জেলা শহরের চম্পকনগর এলাকার এক নারী করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। মৃত নারীর নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

এদিকে শনিবার জেলায় আরও আটজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে৷ নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার পাঁচজন, কাপ্তাইয়ের দুজন ও রাজস্থলীর একজন। এদের মধ্যে একাধিক পুলিশ সদস্য রয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জনে।

প্রসঙ্গত, ৬ মে দেশের সবশেষ জেলা হিসেবে রাঙ্গামাটিতে প্রথম চারজনের করোনা শনাক্ত হয়। পরে এ সংখ্যা বেড়ে ২৩১ জনে দাঁড়ায়। এ পর্যন্ত জেলায় করোনায় ছয়জনের মৃত্যু হয়েছে।

সাইফুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।