চাচার মৃত্যুর খবর শুনে বাড়ি যাওয়ার পথে যুবলীগ নেতা নিহত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ২৭ জুন ২০২০

ঈশ্বরদীতে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় খুলনার এক যুবলীগ নেতার মৃত্যু হয়েছে। নিহত যুবলীগ নেতা শেখ শহিদ আলী (৩৭) খুলনার সোনাডাঙ্গা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং সোনাডাঙ্গার সোলাইমান নগরের শেখ সুবিদ আলীর ছেলে।

শনিবার (২৭ জুন) সকাল ৮টায় ঈশ্বরদীর দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহত শেখ শহিদের বন্ধু মাসুদ রহমান মুঠোফোনে জানান, গতকাল শুক্রবার খুলনায় করোনা আক্রান্ত হয়ে যুবলীগ নেতা শহিদের একমাত্র চাচা শেখ সোহরাব আলীর মৃত্যু হয়।

শহিদ ওই সময় নিজের ব্যবসার কাজে ও বোনের বাড়িতে বেড়াতে দিনাজপুরে অবস্থান করছিলেন। চাচার মৃত্যুর খবরে শনিবার ভোরে দিনাজপুর থেকে রওয়ানা হয়ে নিজের পিকআপে খুলনা যাচ্ছিলেন।

পাকশী হাইওয়ে পুলিশের ওসি আব্দুল হাকিম জানান, দাশুড়িয়া-পাকশী মহাসড়কের মুন্নার মোড়ে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে চালকের পাশে বসে থাকা গাড়ির মালিক শেখ শহিদ আলী ঘটনাস্থলেই মারা যান। তিনি জানান, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। তারা লাশ নিয়ে যাওয়ার জন্য রওয়ানা হয়েছেন।

রেজাউল করিম ফেরদৌস/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।