ইউএনও তাপ্তি চাকমা করোনায় আক্রান্ত
কুমিল্লার হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৭ জুন) রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসার তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এছাড়াও একই দিনে ইউএনও’র গাড়িচালক, পিয়ন, নাইটগার্ডসহ নতুন করে আরও ১৯ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০৬ জন। ইউএনও তাপ্তি চাকমা উপজেলা সদরে তার সরকারি বাসভবনে এবং অন্যরা নিজ নিজ বাসায় হোম আইসোলেশনে রয়েছেন বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে মুঠোফোনে ইউএনও তাপ্তি চাকমা বলেন, আমার করোনা পজিটিভ আসলেও তেমন কোনো উপসর্গ নেই। শুধু হালকা গলা ব্যথা আছে। শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছি। ২২ জুন সকালে উপজেলা পরিষদের একজনের ফাইল সই করেছি, বিকেলে ওই ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসে। তাই সন্দেহবশত ২৫ জুন আমিসহ আমার গাড়িচালক, পিয়ন ও নাইটগার্ডের নমুনা পরীক্ষা করাই। আমাদের ক্লোজ কন্টাক্টে যারা আসেন তাদেরও পরীক্ষার জন্য বলি। তাদের অনেকেরই শনিবার রাতে করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।
তিনি বলেন, যেহেতু এখন আমার জ্বর-কাশি কিছুই নেই তাই চিকিৎসক শুধু ভিটামিন, জিংক, ভিটামিন সি জাতীয় ওষুধ দিয়েছেন। সঙ্গে গরম পানি খেতে বলেছেন। তাই করছি।
ইউএনও বলেন, বর্তমানে আমার বাসায় দুই বছরের একটি পুত্র সন্তান, স্বামী, শাশুড়ি ও কাজের মেয়ে রয়েছে। রিপোর্ট আসার কিছুক্ষণ আগেও সন্তানকে দুধ দিয়েছি। তবে এখনও বাসার সবাই ভালো আছে। রোববার তাদেরও করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া হবে। তিনি তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুছ সালাম সিকদার জানান, এ পর্যন্ত ৭৫৭ জনের নমুনা সংগ্রহ করার পর শনিবার রাত পর্যন্ত ৬১১ জনের রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে শনিবারের ৩৬টি রিপোর্টের মধ্যে ১৯ জনের পজিটিভ এসেছে। এদের মধ্যে পুরুষ ১৪ জন ও নারী পাঁচজন। এ নিয়ে উপজেলায় মোট ১০৬ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে।
কামাল উদ্দিন/আরএআর/পিআর