মৌলভীবাজারে ইউএনওসহ ৭০ জন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ০১ জুলাই ২০২০

মৌলভীবাজারের রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) একদিনে আরও ৭০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার (০১ জুলাই) করোনা পজিটিভ রিপোর্ট আসে তাদের।

বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. তউহীদ আহমদ কল্লোল বলেন, নতুন করে আক্রান্তদের মধ্যে সদরে ২৫ জন, রাজনগরে সাতজন, কুলাউড়ায় নয়জন, জুড়ীতে ছয়জন, কমলগঞ্জে ১২ জন, শ্রীমঙ্গলে ছয়জন ও বড়লেখায় পাঁচজন। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৫০০ জনে দাঁড়াল। এর মধ্যে সুস্থ হয়েছেন ২১৫ জন।

রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা পাল বলেন, আমার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আমার মাঝে কোনো লক্ষণ নেই। আমি সুস্থ আছি। রাজনগরে আমিসহ সাতজন আক্রান্ত হয়েছেন।

রিপন দে/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।